কোন কোম্পানির জৈব সার ব্যবহার করবেন ? জৈব সার একটি উৎকৃষ্টমানের সার। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার বিশেষ ভূমিকা পালন করে থাকে। দেশে চাহিদা অনুযায়ী জৈব সার উৎপাদন হয় না। বাজারে যেসকল জৈব সার পাওয়া যায় তার মধ্যে কিছু নিম্ন মানের জৈব সারও রয়েছে। যদিও সরকার এসকল সমস্যা সমাধানের জন্য বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশে যে সকল জৈব সার পাওয়া যায় রাইট জৈব সার তার মধ্যে অন্যতম। রাইট জৈবসার ব্যবহারে ফলন বাড়ে, জমির উর্বরতা বৃদ্ধি করে, উপকারি অনজীবের সংখ্যা বৃদ্ধি করে, ফসলে আনে আদি স্বাদ। রাইট জৈবসারের গুণগতমান ঠিক থাকায় এর প্রয়োগমাত্রাও অন্যান্য নরমাল জৈবসারের চেয়ে কম।
01777017483, 01894439734