বিভিন্ন ধরনের কেঁচো পাওয়া যায়। রাইট ভার্মি কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে আমার সব থেকে ভালোমানের কোঁচো ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে বেশকিছু উপাদান
যেমন, ট্রাইকোডার্মা, ল্যাকটিক এসিড, গবর, কলাগাছ, বিভিন্ন ধরনের খাবারের পচা অংশ।
ট্রাইকোডার্মা, ল্যাকটিক এসিড দিয়ে পচানোর জন্য গবরে থাকা গ্যাস বের হয়ে যা। জেনে রাখা ভালো গবরের গ্যাস মাটি গাছের জন্য ক্ষতিকর। আমাদের রাইট ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এর উপস্থিতি ঠিত থাকে।