Description
রাইট ভার্মি কম্পোস্ট বা রাইট কেচো সার তৈরি করা হয় উন্নত শ্রেনির কেচো দ্বারা।
বিভিন্ন ধরনের কেঁচো পাওয়া যায়। রাইট ভার্মি কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে আমার সব থেকে ভালোমানের কোঁচো ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে বেশকিছু উপাদান
যেমন, ট্রাইকোডার্মা, ল্যাকটিক এসিড, গবর, কলাগাছ, বিভিন্ন ধরনের খাবারের পচা অংশ।
ট্রাইকোডার্মা, ল্যাকটিক এসিড দিয়ে পচানোর জন্য গবরে থাকা গ্যাস বের হয়ে যা। জেনে রাখা ভালো গবরের গ্যাস মাটি গাছের জন্য ক্ষতিকর। আমাদের রাইট ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এর উপস্থিতি ঠিত থাকে।
ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারে মাটির পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়। ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। আর মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় বিধায় কেঁচো সার ব্যবহারে সেচের পানি কম লাগে। ক্ষারীয় লবণাক্ত মাটিতে ও চাষাবাদ সম্ভব।
Reviews
There are no reviews yet.